নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
বিনোদন ডেস্কঃ সময়ের আলোচিত এবং জনপ্রিয় অভিনেতা বেলাল আহমেদ মুরাদের ইউটিউব চ্যানেল গ্রীন বাংলায় অভিনয় করলেন তরুণ ছড়াকার, কলামিস্ট প্রশান্ত লিটন।
নিউজ পয়েন্ট সিলেটের প্রতিবেদকের সাথে আলাপকালে, গ্রীন বাংলার সাথে কাজ করার অনুভূতি সম্পর্কে প্রশান্ত লিটন বলেন গ্রীন বাংলার নাটক মানেই সমাজের নানা রকম অসংগতি তার প্রতিকার এবং সামাজিক সচেতনতার বিষয় নিয়ে কাজ করা। এই ধরনের নাটকে কাজ করার ফলে সামাজিক কিছু দায়িত্বও পালন করা হয়।
তিনি ধন্যবাদ জানান বেলাল আহমেদ মুরাদ, কবি মিনহাজ ফয়সল সহ গ্রীন বাংলার পুরো উইনিট কে। প্রশান্ত লিটন আশাবাদ ব্যাক্ত
করেন ভবিষ্যতে সুযোগ পেলে আরও ভাল কাজ করতে পারবেন বলে।