
নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
মো; আব্দুল মুকিত, বড়লেখা উপজেলা প্রতিনিধি: শীতের সাথে বাড়ছে নির্বাচনের উত্তাপ। সম্ভাব্য প্রার্থীরা ব্যানার ফেস্টুন, উঠান বৈঠক, প্রচার প্রচারনায় ব্যস্ত। তারই ব্যতিক্রম নয় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সম্ভাব্য ইউ.পি সদস্য পদপ্রার্থী কেছরীগুল গ্রামের সজ্জাদ আলীর পুত্র সাবুল আহমদ। বয়সে তরুন, প্রতিবাদী কন্ঠ, মানুষের সুখে দুঃখে পাশে থেকে কেছরীগুল, সাতকরাকান্দি, কুতুবনগর গ্রামের মানুষের আস্থা, ভালোবাসায় সিক্ত বড়লেখা উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক সাবুল আহমদ।
বড়লেখা সদর ইউনিয়নের সর্ববৃহৎ গুরত্বপূর্ন এই ওয়ার্ডটি নানা সমস্যায় জর্জরিত।ওয়ার্ডের মানুষের সুখে, দুঃখে পাশে থেকে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকায় তরুন সাবুল আহমদকে নিয়ে ওয়ার্ডের তরুন, যুবকদের রয়েচে বাড়তি আগ্রহ। তার প্রতিটি মতবিনিময় সভায় ওয়ার্ডের মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহন জনসমুদ্রে পরিণত হয়। এলাকার মানুষের কোন সমস্যায় সবার আগে তাদের পাশে ছুটে যান, নির্বাচিত হলে, এলাকার রাস্তাঘাট উন্নয়ন,যুবকদেরকে খেলাধুলা সহ সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডে উদ্বুধকরণ, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত মডেল ওয়ার্ড গড়ে তুলবেন।