1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১০ মে, ২০২১

‘ক্ষুব্ধ ও প্রচন্ড হতাশায় ভুগছেন’ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা


নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়ায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা প্রচণ্ড হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।

গতকাল রবিবার দুপুরে অনুমতি না পাওয়ার খবর ছড়িয়ে পড়লে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা নেমে আসে। অনেকেই দলের শীর্ষস্থানীয় নেতাদের ফোন করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

রাতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের এই সিদ্ধান্তে আমরা নিঃসন্দেহে অত্যন্ত হতাশ ও ক্ষুব্ধ। এ কথা অত্যন্ত সত্য, একটা মিথ্যা মামলা সাজিয়ে তাঁকে (খালেদা জিয়া) সাজা দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্যটা ছিল খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। এটা আজকে নয়, ১/১১ থেকে এটা শুরু হয়েছে। তারই ফলশ্রুতিতে আজকে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’

 

দুপুরে সরকারের সিদ্ধান্ত জানার পর সন্ধ্যায় মির্জা ফখরুল হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান। সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রতিক্রিয়া জানান।

সরকারের এই সিদ্ধান্তের কোনো যুক্তি নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার যে কথা বলেছে, কোনো নজির নেই। নজির তো সরকার সৃষ্টি করেছে অসংখ্য। তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামিকে বাইরে পাঠিয়ে দিতে পারে, মাফ করে দিতে পারে। কিন্তু একজন পপুলার পলিটিক্যাল লিডার এবং এ দেশের স্বাধীনতাযুদ্ধে ও গণতন্ত্রের যুদ্ধে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাঁর জন্য তাদের কোনো মানবতা কাজ করে না। তাদের কোনো শিষ্টাচার কাজ করে না, তাদের কোনো মূল্যবোধই কাজ করে না।’ সরকারের এমন সিদ্ধান্ত প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করার জন্য বলে মন্তব্য করেন তিনি।

 

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন নাকচ হওয়ায় পরবর্তী পদক্ষেপ কী হবে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমরা তো পার্টির তরফ থেকে তাঁকে বিদেশে পাঠানোর জন্য তখনো আবেদন করিনি, এখনো আবেদন করিনি। তাঁর পরিবার যেটা ভালো মনে করবে, সেটাই করবে। পরিবারই ডিসাইড করবে তারা কী করবে?’

খালেদা জিয়াকে বিদেশে নিতে তাঁর পরিবারের আবেদন ও দলের প্রস্তুতি বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি করেছিল। তাঁরা আশা করেছিলেন, মানবিক কারণে সরকার নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেবে।

কিন্তু সরকার অনুমতি না দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, খালেদা জিয়ার ক্ষেত্রে কোনো অঘটন ঘটে গেলে এর দায় সরকারকে নিতে হবে।

 

দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কালের কণ্ঠকে বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা জরুরি। দেশের হাসপাতালগুলো তাঁর চিকিৎসার জন্য যথেষ্ট নয়। সে কারণে পরিবারের পক্ষ থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তিনি বলেন, ‘সরকারের কাছে দাবি করব, আপনাদের যা করার দেশনেত্রীর সঙ্গে করেছেন। আর বেশি কিছু করা আপনাদের উচিত না। মানুষ বুঝেছে, তাঁকে তিলে তিলে মারার জন্য এবং রাজনীতি থেকে বিতাড়িত করার জন্য আপনারা গায়ের জোরে অপকর্ম করছেন।’

 

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ম্যাডামকে (খালেদা জিয়া) চিকিৎসা করতে না দেওয়ায় শুধু বিএনপি নয়, দেশের আপামর জনসাধারণও ক্ষুব্ধ হয়েছে। কারণ এই সরকার যে কত নির্মম, এই ঘটনার মধ্য দিয়ে জনগণের সামনে স্পষ্ট হলো। খালেদা জিয়ার কিছু হলে দায় পুরোপুরি সরকারের।’

 

স্থায়ী কমিটির অন্য সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই ফ্যাসিস্ট সরকারের কাছে মানুষের জীবন-মরণের কোনো মূল্য নেই। আওয়ামী লীগ নিজেদের দলীয় নেতাকর্মী ছাড়া অন্য কারো জীবনের মূল্য দিতে চায় না। বেঁচে থাকার অধিকারও দিতে চায় না।’

 

দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেন, ‘অমানবিকতার সর্বশেষটুকুও এই ভোটারবিহীন সরকার দেখাল। ন্যূনতম মানবিক বোধ থাকলে তারা চিকিৎসা নিয়ে রাজনীতি করত না। আমরা অবিলম্বে নেত্রীর মুক্তি চাই ও তাঁর সুচিকিৎসার দাবি জানাই।’

বিএনপির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন বলেন,  এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রমাণিত হলো এই সরকার কতটা অমানবিক। গোটা রাষ্ট্র ও সংবিধানকে তারা দলীয় হাতিয়ারে পরিণত করেছে। খালেদা জিয়ার জনপ্রিয়তাকে তারা ভয় পায়।

 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet