
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
স্পোর্টস ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের পশ্চিমভাগ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক আহমদ জিকো।
সোমবার (২৫ জানুয়ারি) পশ্চিম ভাগ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লালাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনছার আহমদ এর সভাপতিত্বে ও আব্দুল হাকিম এর পরিচালনায় অনুষ্টিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি ফজর আলী, জমশের আলী,আবুল হুসেন, জগলু মিয়া প্রমুখ। খেলায় দ্বীপক স্পোর্টিং ক্লাব ট্রাইব্রেকারে তুহিন একাদশের বিরুদ্ধে জয়লাভ করে।