1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ২৬ জুলাই, ২০২১

পদত্যাগ করলেন কর্ণাটকের চারবারের মুখ্যমন্ত্রী


অবশেষে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বি এস ইয়েদুরাপ্পা। সোমবার (২৬ জুলাই) বিজেপির এই প্রবীণ নেতা নিজেই এ তথ্য জানিয়েছেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা বি এস ইয়েদুরাপ্পা ২০১৯ সালে মুখ্যমন্ত্রী হন। মোট চারবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু কর্ণাটকের এ মুখ্যমন্ত্রী কখনোই মেয়াদ পূরণ করতে পারেননি। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন।
বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার ইঙ্গিত দিচ্ছিলেন ইয়েদুরাপ্পা। অবশেষে নিজের সিদ্ধান্তের কথা জানালেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন, দলীয় নেতৃত্ব তাকে যা নির্দেশ দেবে তাই মেনে চলবেন তিনি। তারপরই কর্ণাটকের মসনদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ইয়েদুরাপ্পা।

তিনি জানিয়েছিলেন, হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় রয়েছি। আমাকে তা জানান হলে পরবর্তী পদক্ষেপ নেব।
গত কয়েক মাস ধরে কর্ণাটকের শীর্ষস্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল ইয়েদুরাপ্পার। তাছাড়াও সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় চাপও বাড়ছিল তার ওপর। দলীয় রাজ্য নেতৃত্ব নাকি রদবদলের দাবি করেছিল। যার জেরে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
ইয়েদুরাপ্পার পদত্যাগের পর কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দৌড়ে নাম উঠছে আর অশোক, বাসবরাজ বোম্মাই, মুর্গেশ নিরানি, অশ্বথ নারায়ণ, সিটি রবি, প্রহ্লাদ যোশী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet