বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে নড়াইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন করা হয়। বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সাংসদ ও ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। শহীদ শেখ কামালের জন্মদিনের আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যও দেন তিনি।
করোনা সংক্রমণের প্রকোপ বেড়ে যাওয়ায় করোনা আক্রান্ত রোগীদের জরুরি অক্সিজেন সেবা প্রদানে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নড়াইল জেলা ছাত্রলীগ এই অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেবা চালু করেছে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা জেলা ছাত্রলীগের অক্সিজেন সেবা কার্যক্রমে অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন।
আক্রান্ত রোগীদের পক্ষ থেকে হটলাইনে যোগাযোগ করলে তারা রোগীদের সিলিন্ডার পৌঁছে দেবে। পাশাপাশি করোনাভাইরাসের টিকা গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে প্রচারণা, অসুস্থ ও চলাচলে অক্ষম ব্যক্তিদের টিকা কেন্দ্রে পৌঁছে দেওয়া ও টিকা কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা গ্রহণে জনসাধারণকে উৎসাহিত করতে নড়াইল জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করবে বলে জানায়।
ভার্চুয়াল বক্তব্যে মাশরাফী বলেন, ’আমরা বৈশ্বিক সংকটকাল অতিবাহিত করছি। এই সময় নিজের পাশাপাশি আমাদের পরিবার, সমাজ এবং এলাকার সবার খবর রাখতে হবে। নিজের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে হবে।’
এ সময় তিনি শহীদ শেখ কামালের জীবনী থেকে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের শিক্ষা নেওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস।