
নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট প্রতিনিধিঃ ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটি সরিষপুর এর উদ্যোগে,মোগলাবাজার,জালালপুর সড়ক,সরিষপুর পয়েন্ট সংলগ্ন যাত্রী ছাউনি কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন অনুষ্টানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সুহান নেওয়াজ,সভা পরিচালনা করেন ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ।
সরিষপুর পয়েন্ট সংলগ্ন যাত্রী ছাউনি কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন অনুষ্টানে উপস্হিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী,বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী,ক্রিড়াবিদ শামিনুল হক সেবুল,সরিষপুর জামে মসজিদের মুতায়াল্লি আবুল মিয়া,বিশিষ্ট মুরব্বী গেদা মিয়,মুক্তিযোদ্ধা সিদ্দেক আলী,নজরুল ইসলাম পংকি,মোঃ সুরমান আলী,মোঃ জলিল মিয়া,খনু মিয়া,মোঃ আইয়ুব আলী,মাওলানা ফখরুল ইসলাম।
অন্যনের মধ্যে উপস্হিত ছিলেন শিপলু আহমদ,নজরুল ইসলাম,ইসমাইল আলী,পাপলু আহমদ দুলাল,মোঃ ঈব্রাহিম,বদরুল ইসলাম,ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটি সরিষপুর এর সভাপতি সুহান নেওয়াজ,সহসভাপতি জয়নাল আহমদ,সাধারণ সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ,সহ সাধারণ সম্পাদক হাফিজ শিব্বির আহমদ,মোঃ জাবেদ আহমদ,সুয়েব নেওয়াজ,আক্তার মিয়া,ফয়ছল মিয়া,তুফায়েল আহমদ,আবুবক্কর,মহিউল,মামুন আহমদ,প্রমুখ
সভায় মোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী,বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী,ক্রিড়াবিদ শামিনুল হক সেবুল বলেন,সরকারি–বেসরকারি নানা উদ্যোগে বাংলাদেশ সত্যিই বদলে গেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় আমরা ভালো করেছি। এখন এসডিজি বা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলো বিবেচনায় নিয়ে এগোতে হবে। বর্তমান সরকারি–বেসরকারি উন্নয়নকে মাথায় রেখে সামনে কী কী ক্ষেত্রে নজর দেওয়া উচিত, সেটাই এখন আমাদের বড় বিবেচনা। আমাদের সামনের চ্যালেঞ্জগুলো চিহ্নিত ও সে অনুযায়ী কর্মসূচি নেওয়ার কাজটিই আমাদের করতে হবে। আমরা ২০২৫ সাল পর্যন্ত আগামী পাঁচ বছরের চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে আমাদের কর্মসূচিগুলো ঠিক করতে হবে। অর্থনৈতিকভাবে আমাদের পরিবর্তন হচ্ছে,আগামী দিনে ৬ থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রবৃদ্ধির এই সুফল সবাই পাবে কি? উন্নয়নের সুফল যাতে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেটা বিবেচনায় নিয়েই আমরা কর্মসূচিগুলো নির্ধারণ করার উদ্যোগ নিতে হবে।তিনি গত ২৯ জানুয়ারি ২০২১ ইং শুক্রবার বাদ জুম্মা,সবার বহুল প্রত্যাশিত মোগলাবাজার-জালালপুর সড়ক,ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটি সরিষপুর এর উদ্যোগে,সরিষপুর পয়েন্ট সংলগ্ন যাত্রী ছাউনি কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন অনুষ্টানে উপরিক্ত কথাগুলো বলেন।