1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

নৌকার মনোনয়ন প্রত্যাশী দাসের বাজারের নজব উদ্দিন


বড়লেখা উপজেলা প্রতিনিধি,মো আব্দুল মুকিতঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা দাসের বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী নজব উদ্দিন। বিগত নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্ধীতা করে মাত্র ২০৩ ভোটে তিনি পরাজিত হন। দাসের বাজার ইউনিয়নের সুড়িকান্দি বাদে জঙ্গল গ্রামের মৃত মিছবা উদ্দিনের ৪ পুত্র ৩ মেয়ের মধ্যে নজব উদ্দিন সবার বড়। নজব উদ্দিন বড়লেখা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, দাসের বাজার ইউনিয়নের আওয়ামীলীগের সিনিয়র সদস্য, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ বারের ম্যানেজিং কমিটির সদস্য, বাদে জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৩ বারের সভাপতি। দীর্ঘদিন থেকে রাজনীতিতে সম্পৃক্ত থাকায় স্থানীয়ভাবে গরীব, দুঃখী, অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সরকারি অনুদান, ভাতা সুবিধা দিয়ে আসছেন। করোনাকালীন সময়ে তিনি ব্যক্তিগতভাবে কয়েক লক্ষ টাকার সাহায্য, অনুদান দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন। স্থানীয় সাংসদ, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিনের মাধ্যমে দাসের বাজার ইউনিয়নে বিভিন্ন জায়গায় রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ করে দেন। মৌলভীবাজার জেলার সর্বোচ্চ হিন্দু আধ্যুষিত এই ইউনিয়নে নজব উদ্দিনকেই নৌকার মাঝি দেখতে চায় ইউনিয়নবাসী। নজব উদ্দিন মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান, তিনির চাচা সফিক উদ্দিন মুক্তিযুদ্ধে কমান্ডার হিসেবে বীরত্বের সাথে যুদ্ধ করেন, এমনকি তিনির চাচাতো ভাই, ভাতিজাও মুক্তিযুদ্ধে অংশ নেন। আওয়ামীলীগ ঘরনার পরিবার থেকে বেড়ে ওঠা নজব উদ্দিন জাতীয় , স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে সর্বোচ্চ অগ্রনী ভূমিকা পালন করে থাকেন। আজীবন দলের জন্য ত্যাগ স্বীকার করা নজব উদ্দিনকে আগামী নির্বাচনে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীসহ সহ আওয়ামীলীগ নীতিনির্ধারক পর্যায়ের সু-দৃষ্টি কামনা করেন ইউয়িনবাসী।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet