1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

নৌকার প্রার্থী তোয়াজিদুল হক তুহিনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে লালাবাজার ইউনিয়নে


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ রাত পোহালেই তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন।

৬নং লালাবাজার ইউনিয়নে গণজোয়ারে ভাসছেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ, তারণ্যের প্রতীক ক্লিন ইমেজের অধিকারী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার পদপ্রার্থী তোয়াজিদুল হক তুহিন।

ভোটের মাঠের হালচাল পর্বের সরজমিন রিপোর্টে দেখা যায়, নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইউনিয়নের বিভিন্নজন।

নিউজ পয়েন্ট সিলেটের সাথে আলাপকালে লালাবাজার ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী তোয়াজিদুল হক তুহিনকে নিয়ে বরিষ্ঠজনেরাও মনে করছেন, মানুষের যে ভালোবাসা ও আগ্রহ দেখা যাচ্ছে, তাতে মনে হয় এবার নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো খাতে বিপুল পরিমাণ উন্নয়নের প্রত্যাশ্যা নিয়েই নৌকার প্রার্থীকে বিজয়ী করার পক্ষে সর্বসাধারণ। কাজেই এই উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে আসন্ন নির্বাচনে দলমত নির্বিশেষে মানুষ নৌকায় ভোট দেবে।
উন্নয়ন ও শান্তির পক্ষে সবাই এবার নৌকার বিজয় সুনিশ্চিত হবে বলে মনে করছেন সকলে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet