1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শনিবার, ২৯ জানুয়ারী ২০২২, ০৫:০৭ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

নেত্রকোনা থেকে অপহরণের পর সিলেট থেকে উদ্ধার হয়েছে শিশু পূজা


নিউজ পয়েন্ট ডেস্কঃ নেত্রকোনা থেকে অপহরণের পর সিলেট থেকে উদ্ধার হয়েছে শিশু পূজা। মামলার ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার সকালে সিলেটের কোতোয়ালি থানার আওতায় আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী খুচরা কাজের বুয়া রিনা আক্তারকে আটক করে।

নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, তাদেরকে সিলেট থেকে নিয়ে আসা হচ্ছে। শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হবে।

এসআই নামজুল হুদা জানান, গত রোববার সন্ধ্যায় শহরের নাগড়া বেবি আইসক্রিম সংলগ্ন রিপন দেবনাথের বাসা থেকে তার ৩ বছরের শিশু কন্যকে অপহরণ করে নিয়ে যায় রিনা নামের কাজের বুয়া। ঘটনার সময় শিশুর মা ইতি দেবনাথ মশার কয়েল কিনার জন্যে পাশের দোকানে গেলে সুযোগ বুঝে রিনা আক্তার বাসায় ঢুকে পড়ে এবং চকলেট কিনে দেয়ার কথা বলে প্রলোভন দেখিয়ে শিশু পূজাকে অপহরণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির বাবা রিপন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এসপির নির্দেশে ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে মডেল থানার পুলিশ ও ডিবির টিম শিশু উদ্ধার ও আসামি গ্রেফতারে অভিযানে নামে। ২০ ঘণ্টায় নিরবিচ্ছিন্ন অভিযানে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সকালে সিলেট মেট্রোপলিটন এলাকার কোতোয়ালি থানার আখালিয়া এলাকা থেকে শিশু পূজাকে উদ্ধার এবং অপহরণকারী রিনা আক্তারকে গ্রেফতার করা হয়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet