নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৫ এপ্রিল, ২০২১
সাহিত্য ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেট-এর সাহিত্য কলামে প্রকাশিত কবি নীলাঞ্জনা শর্মা’র লেখা কবিতা-
সেদিন দেখা হয়েছিল
✍নীলাঞ্জনা শর্মা✍
★★★★★★★★★
সেদিন দেখা হয়েছিল
মধুমাখা কোন এক লগনে
বসন্তের পাতাঝড়া অভিমানী ফাল্গুনে।।
সেদিন দেখা হয়েছিল
চোখে চোখ পড়েছিল আনমনা পলকে
রাঙা ঠোঁটে হাসি ছিল রক্তাভ ওই মুখে।।
সেদিন দেখা হয়েছিল
মুখে কোনো কথা ছিল না,ছিল শুধু নয়নে
অভিমানের পাহাড় জমা হয়েছিল হৃদয়েরই গহীনে।।
সেদিন দেখা হয়েছিল
মনের কথা বলতে গিয়েও হয়নি বলা দুজনে
কিছু অবহেলায় মনের কথা রয়েই গেল গোপনে।।
সেদিন দেখা হয়েছিল
মধ্যাহ্নভোজের আয়োজিত কোনো এক আসরে
সেই প্রহরটাই স্মৃতি হয়ে আছে মনের মনিকৌটা জুড়ে।।
সেদিন দেখা হয়েছিল
হয়নি যে বলা হৃদয়ের কথা
স্মৃতিগুলোই কেবল গত হয়েছে থেকে গেছে শুধু নিরবতা।।