নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
আজ শুক্রবার (২ এপ্রিল) সিলেট জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ সকালে ১১ দফা নির্দেশনা প্রদান করা হলেও তা মানেনি হেফাজত।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘হেফাজতে ইসলাম’ দলের কর্মী-সমর্থকরা বাদ জুমা নগরীর বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ করে কোর্ট পয়েন্টে এসে জড়ো হয়য়। এসময় সামাজিক দূরত্ব বজায় না রেখে, এমনকি অনেকেই মাস্ক না পড়েই উক্ত সমাবেশে যোগদান করে।
এদিকে সমাবেশ চলাকালে কোর্ট পয়েন্ট আশপাশে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। যে কোন ধরণের নাশকতা প্রতিহত করতে কোর্ট পয়েন্ট এলাকায় তৈরি করা হয় বাড়তি নিরাপত্তা।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন উপলক্ষে রাজধানী ঢাকাসহ, ব্রাহ্মণবাড়িয়ার, হাটহাজারিসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামির সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব ঘটনায় প্রাণহানিও হয়েছে।
নিউজপয়েন্ট সিলেট/এস এস.