1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

নিপুনকে যুক্তরাজ্য যেতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ,ওসমানী বিমানবন্দর থেকে ফেরত


 

চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারন সম্পাদক, চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুনকে লন্ডন যেতে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রাকালে তাকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফেরত পাঠানো হয়।

ইমিগ্রেশন পুলিশ সুত্রে জানা যায়, সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন নিপুন। এসময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, “এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।”

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet