
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
বিশেষ প্রতিনিধি:: দক্ষিণ সুরমার মোগলাবাজারের জনসভা থেকে জাতীয় পার্টির এমপি প্রার্থী আতিকুর রহমান আতিককে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
সোমবার ( ৯ আগস্ট ) রাত ৯টার দিকে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
৯নং ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ এবং সহযোগী সংগঠন আয়োজিত এক মতবিনিময় সভা থেকে এই ঘোষণা দিয়েছেন জাপা নেতা মনসুর আহমদ।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে এ মতবিনিময় সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উসমান আলী, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মঈন।
সভায় সভাপতিত্বও করেন মোগলাবাজার থানা জাপা সভাপতি দেলোয়ার হোসেন। সভায় বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়নের ১ নংওয়ার্ড সভাপতি পংকি মিয়া, ২ নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুর রহমান, ৩ নং ওয়ার্ড সহ সভাপতি মো. দুলাল আহমদ, ৪ নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আহবাব হোসেন বাচ্চু, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কাওসার আহমদ, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।
সিলেট- ৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকু রহমান আতিকের নানা অনিয়ম, নির্বাচনী প্রচারনায় কোন্দল, ক্ষোভ, নেতাকর্মীদের সাথে ঔদ্যত্যপূর্ণ আচরণ, মূলধারার বাইরে থাকা আতিকের ঘনিষ্ঠজনদের অন্যায় ব্যবহারের প্রতিবাদ করেও প্রতিকার না পাওয়ার কারণে তাকে অবাঞ্চিত ঘোষাণা করা হয়েছে বলে জানিয়েছেন দেলোয়ার হোসেন।
সভায় মোগলাবাজার থানা জাপা সভাপতির পদ থেকে দেলোয়ার হোসেন পদত্যাগের ঘোষণা দেন।