1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

নিঃশব্দ সন্তরণ- রহিমা আক্তার লিলি


সাহিত্য ডেস্ক:: নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি রহিমা আক্তার লিলি’র লেখা কবিতা⤵️
নিঃশব্দ সন্তরণ
রহিমা আক্তার লিলি

তুমি, আমি, আমাদের
ভালোবাসা হয়নি কোনো দিন,
দুয়ারে বসন্ত এসে ফিরে গেছে বহুবার
ভাঙেনি ঘুম পারিজাতের।
তোমার দুই দুয়ারী মন ফিরে গেছে কোন দুয়ারে
জানা হয়নি আজও।
হাতে হাত রাখা হয়নি কোনো দিন,
হয়নি রাখা হৃদয়ে হৃদয়।

ছুঁয়ে দেখা হয়নি তোমায়…..
ভাবনায় ছুঁয়েছি কতবার হৃদয় তোমার!
চলেছি কত পথ পায়ে পায়ে,হাতে হাত,
হৃদয়ে হৃদয় রেখে।
আসলে আমরা চলেছি সমান্তরাল, বহুকাল।
কোথাও হয়নি মিলন পথের,
ভুল করে হয়নি পথভোলা।

হাতে হাত রেখে ভেজা হয়নি বৃষ্টিতে,
অধরে অধর রাখা হয়নি কোনো দিন।
ভিজেছে তপ্ত তনু নীরবে একা একা,
ভিজেনি হৃদয় তোমার।
বলা হয়নি কোনো দিন
বড় বেশি ভালোবাসি তোমায়।

কত রজনী ভেসে গেছে জোছনায়
দু’জনে বসা হয়নি আঙিনায়,
চোখে চোখ রাখা হয়নি কোনো দিন
আথচ কত কাল যেন চেয়ে থেকেছি এ চোখে…..
কতবার হয়েছে মরণ আমার!
তোমার তৃষ্ণাহীন চোখে আকন্ঠ ডুবে থেকেছি
নিয়ে সীমাহীন তৃষ্ণা।
অস্তিত্ব জোড়ে অনুভব করেছি
তোমার নিঃশব্দ সন্তরণ।

কেঁদে গেছে কত রূপালি নক্ষত্রের রাত
জানা হয়নি ভালোবাস কিনা আমায়।
কোনো এক ভোর এসে বলে গেছে এক দিন
তুমি নেই কোথাও,
তুমি ছিলেনা কোনো দিন আমার।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet