1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:০২ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ৫ এপ্রিল, ২০২১

নায়িকার নকের আঘাতে রক্তাক্ত- ঢালিউড কিং শাকিব খান


নিউজপয়েন্ট সিলেট বিনোদন ডেস্কঃ পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তিনি তার বাঁ চোখে আঘা’ত পেয়েছেন। বর্তমানে ওই জেলা শহরে অবস্থিত সদরের রত্নদীপ রিসোর্টে বিশ্রামে রয়েছেন তিনি।

 

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ও শুটিং সেটে উপস্থিত একাধিক সূত্র সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গানের শুটিংয়ে অংশ নিতে গিয়ে নায়িকা দর্শনা বণিকের ন’খে’র আঁ’চ’ড়ে আঘা’ত লাগে শাকিব খানের বাঁ চোখে। এতে র’ক্তা’ক্ত হন তিনি। এরপর চিকিৎসক এসে তার বাঁ চোখে ব্যান্ডেজ করেন। বর্তমানে রত্নদীপ রিসোর্টে বিশ্রামে আছেন নায়ক। এই ঘটনায় শুটিং স্থগিত রাখা হয়েছে।

 

তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুতি চলছে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার উঠতি নায়িকা দর্শনা বণিক। আর সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

 

নিউজপয়েন্ট সিলেট/এস আর/৭৪

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet