1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ২ জানুয়ারী, ২০২১

নাজির বাজার ব্যবসায়ীবৃন্দের বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২১ সম্পন্ন


নিউজ পয়েন্ট ডেস্কঃ দক্ষিণ সুরমার নাজির বাজারের ব্যবসায়ীবৃন্দের বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২ জানুয়ারি ) নাজির বাজার ব্যবসায়ীবৃন্দের আয়োজনে বার্ষিক আনন্দ ভ্রমনে সিলেটের ঐতিহ্যবাহী গোয়াইনঘাটের বিছনাকান্দি পরিদর্শন করা হয়।

আনন্দঘন পরিবেশে আনন্দ ভ্রমণ সম্পন্ন হওয়ায়, নাজির বাজারের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ভ্রমণে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বার্ষিক এই আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন- জুনু মিয়া চৌধুরী, সুবেলুর রহমান চৌধুরী, জুয়েল আহমদ, নুর উদ্দিন, ছইদ আলী, সুমেল আহমদ, হান্নান মিয়া, ছালিক চৌঃ, আব্দুস সালাম, সুরমান আহমদ, আনিসুর রহমান, আব্দুর নুর, ছালেক আহমদ, রাজা মিয়া, আনছার মিয়া, জাহাঙ্গীর আহমদ, বিলাল মিয়া, হাসান আহদদ, কাশেম আহমদ, মাহিন চৌধুরী, শাহীন চৌধুরী, জয়ন্ত গোস্বামী, ইমরান শিকদার, রুমন আহমদ, শাহীন আহমদ, রুমেল আহমদ, আজিম আহমদ, শেখ নাহার, কাওছার আহমদ, জাকারিয়া আহমদ, জালাল আহমদ, রিপন শিকদার, সানুর আলী, মাসুম আলী, আনসার আলী, প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet