
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
নিউজ পয়েন্ট প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজার আঞ্চলিক ছাত্রলীগ এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮ ঘটিকার সময় নাজির বাজারস্থ উক্ত মত বিনিময় সভায় নাজির বাজার আঞ্চলিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আহমদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জয়ন্ত গোস্বামী’র সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিদ হুসেন, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল টিপু, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংবাদিকতা ও গণযোগাযোগ সম্পাদক সুবেলুর রহমান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সদস্য ছালেক আহমদ, জাতীয় শ্রমিক লীগ লালাবাজার ইউনিয়ন শাখার আহবায়ক আব্দুল হুসেন, ৭নং ওয়ার্ডের মেম্বার ফেরদৌস মিয়া, লালাবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আহমদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ লালাবাজার ইউনিয়ন শাখার সভাপতি ওয়াহিদুর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা আবু বক্কর, লালাবাজর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সুরমান আলী,সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ জয়, ৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি নেছার আহমদ, ছাত্রলীগ নেতা সাব্বির আহমদ, রাশেদ আহমদ, রুহেল আহমদ, ফুজায়েল আহমদ, রাহিম আহমদ, সোহেব আহমদ, আব্দাল, বুরহান, জয়নুল কাওসার প্রমুখ।
সভায় নেতৃবৃন্দরা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।