নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১১ নভেম্বর, ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ বৃহত্তর নাজির বাজার এলাকার যুবলীগের নেতৃবৃন্দের অংশগ্রহণে দক্ষিণ সুরমার নাজির বাজারে যুবলীগের ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় কেক কেটে সংগঠনের প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়।
আয়োজিত এ অনুষ্টানে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সেবুল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সদস্য ও লালাবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হেলাল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সদস্য ও লালাবাজার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, দয়ামীর ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক এস.ইসলাম পাবেল।
স্থানীয় ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফজলুর রহমান, ৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি নেছার আলী,নাজির বাজার আঞ্চলিক ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, যুবলীগ নেতা এস আর রাসেল,সুহেল আহমদ, মোহন আহমদ, মুকিদ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ লালাবাজার ইউনিয়ন শাখার সভাপতি ওয়াহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম জ্যাকব, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা রুমন আহমদ নাহিদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা কামাল আহমেদ ইমন, যুবলীগ নেতা রুবেল আহমদ, সাদ্দাম আহমদ সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।