
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৫১ কেজি গাঁজাসহ মারুফ হোসেন (২৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। পরে সোমবার (২৬ এপ্রিল) বিকেলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত ওই যুবক গাজীপুরের কাপাসিয়া থানার আড়াল এলাকার হিরন মিয়ার ছেলে। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৫ এপ্রিল) রাত ১১ টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জের রুস্তমপুর টোলপ্লাজার সামনে ঢাকা টু সিলেটগামী হাইওয়ে রোডে পাকা রাস্তার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।