1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১৪ মে, ২০২১

ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝর, যার নাম “তাওকতে”


নিউজপয়েন্ত সিলেট আবহাওয়া ডেস্কঃ আবারও ভয়ংকর ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ভারতের দিকে। বছরের প্রথম এই ঘূর্ণিঝড় আবর সাগর এবং লাক্ষাদ্বীপ এলাকা থেকে ধেয়ে আসছে বলে জানা গেছে।

ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী রবিবারের মধ্যে আরব সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নেবে। যার নাম দেয়া হয়েছে ‘তাওকতে’।

এদিকে, ঘূর্ণিঝড় ‘তাওকতে’-এর আগাম সংকেত হিসেবে ইতোমধ্যেই ভারতের মহারাষ্ট্র, কেরালা এবং গুজরাটে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আরব সাগরে সৃষ্ট নিম্নচাপটির প্রভাবে সমুদ্র উত্তাল হবে। বিশেষত ১৪ থেকে ১৬ মে সমুদ্রের পানিস্তর বাড়বে এবং জলোচ্ছ্বাস হবে বলেও সতর্কবার্তা জারি করেছে।

এর সঙ্গে লাক্ষাদ্বীপ কেরালা, কর্নাটক, তামিলনাড়ু উপকূলের পাশাপাশি ১৫ মে গোয়া এবং মহারাষ্ট্র উপকূলেও সমুদ্র উত্তাল হবে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। লাক্ষাদ্বীপে সমুদ্রের ঢেউ সমুদ্রপৃষ্ঠ থেকে ১ কিলোমিটার পর্যন্ত উপরে উঠতে পারে বলেও সতর্কতা জারি করেছে ভারত।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet