
নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২১ এপ্রিল, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনা অনুযায়ী কৃষকের ধান কেটে ফসল ঘরে পৌঁছে দিলো সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার ( ২০ এপ্রিল ) বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু’র নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের ১০ সদস্যের একটি টিম কাস্তে নিয়ে বেলার হাওরে যান। সেখানে তারা কৃষক সিরাজ উদ্দীনের ৩০ শতক ধান কেটে দেন।
ধান কাটা শেষে মাথায় করে কৃষকের বাড়িও পৌঁছে দেওয়া হয়। এসময় উপজেলা ছাত্রলীগ নেতা সুজাদ আহমদ, জীবন আহমদ কাওছার, সেলিম মিয়া, সৌমিত্র ধর, রাজন আলী, মাছুম খান, তারেক আহমদ, মামুন আহমদ, ইমন রাজ, ফখরুল আমিন, আদিল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু জানান, শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় করোনা দুর্যোগে কৃষকদের জন্যে আমরা কাস্তে হাতে নিয়ে মাঠে নেমেছি। এটা আমাদের মানবিক দায়িত্ব।অতীতের ন্যায় দেশের সব সংকটে দুর্যোগে ছাত্রলীগ সবার পাশে ছিলো, আছে ও থাকবে।