1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

ধর্ষণ নিয়ে বিতর্কে জড়িয়েছেন- ইমরান খান


নিউজপয়েন্ট সিলেট আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিটি দেশে প্রায়ই শোনা যায় ধর্ষণের ঘটনা। আর এই ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে নারীর পোশাককে দোষারোপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমন মন্তব্যের পর বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি।
বুধবার (৭ এপ্রিল) বিবিসি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করে বলেন, ‘যেকোনো সমাজেই ধর্ষণের ঘটনা বৃদ্ধি ইঙ্গিত দেয় যে, সেখানে অশ্লীলতা বেড়ে গেছে।’
ওই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নারীদের শালীন পোশাক পরারও পরামর্শ দেন। তিনি বলেন, ‘পর্দা করার সারবস্তুই হলো আকর্ষণ করা থেকে বিরত থাকা। নিজেকে বিরত রাখার ইচ্ছাশক্তি সবার নেই।’
মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন অধিকার সংগঠন ইমরান খানের এমন মন্তব্যের পর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। বুধবার অনলাইনে এ সংক্রান্ত একটি বিবৃতিতে অনেকে স্বাক্ষরও করেছেন। বিবৃতিতে ইমরান খানের মন্তব্যকে ‘ত্রুটিপূর্ণ, রূঢ় ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী ইমরান খান যা বলেছেন সেটা আদতে ভুল, অসহনশীল এবং বিপজ্জনক। তার এ বক্তব্য সরাসরি ধর্ষণের পক্ষে প্রচারণা এবং এটি ধর্ষণের মতো অপরাধকে উসকে দেবে।’
এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান মন্তব্য করে যে, ইমরান খানের এমন মন্তব্যে তারা ‘হতভম্ব’ হয়ে গেছে।
গত বছর পাকিস্তানে এক পুলিশ কর্মকর্তা ধর্ষণের শিকার এক নারীকে রাতে পুরুষ সঙ্গী ছাড়াই বের হওয়ার কারণে তিরস্কার করেছিলেন। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।
নিউজপয়েন্ট সিলেট/এস
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet