নিউজ পয়েন্ট ডেস্কঃ
বুধবার, ৭ অক্টোবর, ২০২০
নিউজ পয়েন্ট ডেস্কঃ ধর্ষণের প্রতিবাদে রাজধানীর উত্তরায় ছাত্র আন্দোলন চলছে। বুধবার তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
এদিনে উত্তরা হাউস বিল্ডিং চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল ব্যাহত হয়। এ সময় সড়কের দুদিকে প্রায় ১০ কিলোমিটার যানজট তৈরি হয়েছে।
টঙ্গী সরকারি ইউনিভার্সিটি কলেজের ছাত্র মৃণাল যুগান্তরকে বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন চেয়ে আমরা আন্দোলন করছি। আর কোনো মা ও বোনের ইজ্জত নিয়ে আমরা খেলতে দেব না। উত্তরা ইউনিভার্সিটির ছাত্রী মোহনা বলেন, ধর্ষণ বন্ধ ও ন্যায়বিচার দাবি আদায়ে আমরা রাজপথে নেমেছি এবং এ দাবি আদায় করেই ঘরে ফিরব।
উত্তরা পূর্ব জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী হানিফুল ইসলাম যুগান্তরকে বলেন, মহাসড়ক অবরোধ করায় অনেক মুমূর্ষু রোগী এবং জরুরি কাজে চলাচলকারী মানুষের দুর্ভোগ হচ্ছে। ছাত্রদের বোঝাতে এবং মহাসড়ক ছেড়ে দিতে অনুরোধ করছি। ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।