1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ইসরাইলে নিহত ৩৮


ইসরায়েলের এক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬৫ জন। আহতদের উদ্ধার করে দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে জানা গেছে।

শুক্রবার (৩০ এপ্রিল) ভোর রাত ৫টার দিকে দেশটির উত্তরাঞ্চলের একটি ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক গণাজমায়েতের পর হুড়োহুড়ির মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, ‘লাগ বাওমের’ নামক ধর্মীয় উৎসব উদযাপন করতে বিপুল সংখ্যক ইহুদি উত্তরাঞ্চলীয় সাফেদ শহরের মাউন্ট মেরন পর্বতের কাছে একত্রিত হয়। একপর্যায়ে শুক্রবার ভোরে হতাহতের এই ঘটনা ঘটে।

হারেৎজ আরও জানায়, আহতদের মধ্যে ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘটনাস্থলে হেলিকপ্টার যোগে ৬টি এ্যাম্বুলেন্স পাঠিয়েছেন।

এদিকে এমন মর্মান্তিক ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। টুইটারে এক শোক বার্তায় তিনি আহতদের আরোগ্য কামনা করেছেন। একই সাথে এই ঘটনাকে তিনি মর্মান্তি বলে উল্লেখ করেছেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet