নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
২০১৫-১৬ সেশেনের পেশাগত পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি অংশ। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম মেনে দ্রুত ফলাফল প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছে।
শিক্ষার্থীরা জানান, করোনার কারণে আমাদের ২০২০ সালের মে মাসের তৃতীয় পেশাগত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২১ এর জানুয়ারিতে। নিয়ম অনুযায়ী পূর্ববর্তী ব্যাচের ৪৫০ জন ছাত্রছাত্রীর তৃতীয় পেশাগত পরীক্ষার সাপ্লিমেন্টারি পাস করে নভেম্বর ২০২০ এ অনুষ্ঠিত চূড়ান্ত পেশাগত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ নিয়ম না মেনে কারিকুলাম ভঙ্গ করে তৃতীয় পেশাগত পরিক্ষার ফলাফল প্রকাশ না করে এই কয়েকশো ছাত্র-ছাত্রীকে বাদ দিয়ে এপ্রিল ২০২১ এ চূড়ান্ত পেশাগত পরীক্ষার তারিখ ঘোষণা প্রদান করে। পরীক্ষায় অংশ নিতে না পারলে আমাদের এক বছর সেশনজটে পড়তে হবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী তিন মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তারপরও আমরা চেষ্টা করছি ফল প্রকাশ করে তাদের পরীক্ষার সুযোগ করে দিতে।