1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ১৯ মে, ২০২১

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কাটল প্রথম স্ত্রী


প্রথম স্ত্রী রেখে কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন কবির তালুকদার। এতে ক্ষিপ্ত হয়ে গভীর রাতে কবিরের গোপনাঙ্গ কেটে দিয়েছেন প্রথম স্ত্রী হাসি বেগম। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী হাসি বেগমকে আটক করেছে পুলিশ।

পটুয়াখালী সদর উপজেলার ২নং বদরপুর ইউনিয়নের টেংরাখালী গ্রামে মঙ্গলবার (১৮ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতার মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, প্রায় ১৫ বছর আগে হাসির সঙ্গে কবিরের বিয়ে হয়। তাদের (১৩) এবং (১) বছরের দুটি সন্তান রয়েছে। কবির কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এতে প্রথম স্ত্রী হাসি বেগম ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার গভীর রাতে কবিরের গোপনাঙ্গ কেটে দেয়।

পরে রাত আড়াইটায় কবিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে নেয়া হয়। তবে রোগীর অবস্থা ভালো না হওয়ায় প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে এবং পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

ওসি মো. আখতার মোরশেদ জানান, এ ঘটনায় রাতেই অভিযুক্ত স্ত্রী হাসি বেগমকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet