1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

দ্বিতীয় ডোজের পর ভ্যাকসিন পাসপোর্ট: পলক


ভ্যাকসিন পাসপোর্ট দেওয়ার প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দ্বিতীয় ডোজ দেওয়ার পর ‘ভ্যাকসিন সার্টিফিকেট’ অটোমেটিক জেনারেটেড হবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘শুরুতে ভ্যাকসিন নিতে নিবন্ধনে সমস্যা দেখা দিলেও তা পরে কেটে যায়। হয়তো তথ্য দেওয়ায় কিছুটা সমস্যা হয়েছে। প্রথম ডোজ নিতে প্রায় ৬৯ লাখ নিবন্ধন হয়েছে। এর মধ্যে প্রায় ৫২ লাখ ভ্যাকসিন দেওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘অনেক ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র ছিলো টিকার বিরুদ্ধে। আজ দেশের জনগণ কিন্তু এগিয়ে এসেছে। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তারা টিকা গ্রহণ করেছে। যে কারণে টিকার দ্বিতীয় ডোজ আজ গ্রহণ করতে পারলাম।’

স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে পলক বলেন, ‘টিকা গ্রহণ করার সংগে আমরা যেনো স্বাস্থ্যবিধি মেনে চলি। নিজেদের নিরাপদ রাখি, পরিবারকে নিরাপদ রাখি এবং দেশকে নিরাপদ রাখতে সবাই সহযোগিতা করি।’

উল্লেখ্য, করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে শুরু হয়েছে। এদিন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শুরু হয়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet