
নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের পক্ষে থেকে দেশ-বিদেশের সবাইকে নবর্বষের শুভেচ্ছা জানিয়েছেন সংগঠণের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুমন রহমান,কেন্দ্রীয় সভাপতি সাবা সাবরিন,কেন্দ্রীয় সাধারন সম্পাদক এস এম জাহিদুল ইসলাম মোস্তফা, নির্বাহী পরিচালক নেপাল সূত্রধর চয়ন ও প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস।
এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, এবারের নববর্ষের পরিস্থিতি এমনই যে নতুন বছরে মানুষ প্রাণভরে প্রত্যাশা করছে- মৃত্যু থামুক। কাজী নজরুল ইসলাম এর প্রলয়োল্লাস কবিতার মতো আবারও জেগে উঠবে মানুষ। ধ্বংস দেখে ভয় কেন তোর ? প্রলয় নূতন সৃজন-বেদন ! আসছে নবীন জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন!
কবিগণ আশাবাদ ব্যক্ত করেন যে, পুরনো বছরের জরা-জীর্ণকে পেছনে ফেলে নতুন করে এগিয়ে যাওয়ার সংকল্প নেবে বাঙালি।
স্বাস্থ্যরক্ষায় সরকারি নির্দেশনা ও বিধি যথাযথভাবে অনুসরণের মাধ্যমে মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে রাখা হোক নতুন বছরের অন্যতম অঙ্গীকার।
নববর্ষে নবরূপ রাঙিয়ে
দিক প্রতিটি মুহূর্ত।
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো
শুভ নববর্ষ ১৪২৮