
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১১ মে, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে দক্ষিণ সুমরা উপজেলার সর্বস্তরের জনসাধারণ সহ দেশে এবং বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন এবং তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। তাই সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে।
তিনি আরও বলেন, যদিও করোনাভাইরাসের কারণে পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ব্যাপক ভাবে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না, তবুও আমরা যে যেখানেই থাকি না কেন,ঘনিষ্ঠ আত্মীয় পরিজন সহ সবাই নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেব।
এছাড়াও অদৃশ্য মহামারি করোনার কবল থেকে মানুষকে রক্ষা করতে আমরা সবাই মহান আল্লাহর নিকট দোয়া করি।
পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির ধারা। পবিত্র ঈদুল ফিতরে আমি এই কামনা করি এবং সবাইকে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।