
নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৩৮৫ জনে। একই সময় আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৭৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জনে।
রবিবার (১৮ এপ্রিল) দীর্ঘদিন পরে শুরু হওয়া স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শনিবার করোনায় ১০১ জনের মৃত্য হয়েছিল। এতদিন এটিই ছিল মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। ততে সেটিও ভেঙে গেল। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৪৭৩ জন। একই সময় সুস্থ হয়েছিলেন ৫ হাজার ৯০৭ জন।