
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১১ মে, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে দেশে এবং বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার কৃতিসন্তান, সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ মুজিব হুসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশে এবং বিদেশের সকলকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছাও ঈদ মোবারক। ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দ, ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব, ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয়, ঈদের মতো আপনাদের জীবনটা হউক দীপ্তিময়।
তিনি আরো বলেন ২০২০ এর ন্যায় এবারও ঈদের চিত্রটা আলাদা। মহামারি করোনা ভাইরাসের কারনে আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন আরও জরুরি এবং সামাজিক দূরত্ব বিধি মেনে হোক এবারের ঈদ উদযাপন। এবারের ঈদ হোক সহযোগিতার, মানুষের কল্যাণে। দেশ, জাতি ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবাই ঘরে থেকে সুস্থ নিরাপদ ঈদ উদযাপন করুন।
মহামারি শেষে সুস্থ পৃথিবীতে আবার আমাদের দেখা হোক এই কামনা।সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে ঈদের আনন্দ উদযাপন করুন, মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ঈদ মোবারক।