![Logo]( https://newspointsylhet.com/file/2020/09/mylogo.jpg)
নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫৮৪ জনে। এর আগে গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) দেশে রেকর্ড সংখ্যক ৭৪ জনের মৃত্যু হয়।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৭ হাজার ৪৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে।
এর আগে গত ৭ এপ্রিল (বুধবার) দেশে একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।
শুক্রবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৫১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।
দেশের সরকারি-বেসরকারি ২৪৩টি ল্যাবরেটরিতে ৩১ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ ও ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ। প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৩ জনের মধ্যে বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন এবং ষাটোর্র্ধ্ব ৩৬ জন রয়েছেন।
বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, মৃত ৬৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪২ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে দুইজন, খুলনায় তিনজন, বরিশালে চারজন, সিলেটে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
নিউজপয়েন্ট সিলেট/জে আর