1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

মৌলভী বাজার প্রতিনিধিঃ

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

দেওড়াছড়া চা বাগান থেকে এক তরুণীর লাশ উদ্ধার


প্রতিকী ছবি

রিপন আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি ::

প্রতিকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান থেকে অজ্ঞাতনামা এক তরুণী (২৫)র অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের ২২/২৩ নং সেকশন এলাকায় অজ্ঞাতনামা এক তরুণীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

শুক্রবার বিকাল ৫টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশের ধারণা অর্ধগলিত লাশটি ৪/৫দিন পূর্বের। লাশটি পঁচন ধরায় কোন আঘাতের চিহ্ন সনাক্ত করা যায়নি। লাশের কোন পরিচায় পাওয়া যায়নি।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet