নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২১ অক্টোবর, ২০২০
নিউজ পয়েন্ট প্রতিবেদক:: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রোতাদের জন্য ডুয়েট কন্ঠে নতুন গান ইউটিউবে মুক্তি পেলো কন্ঠশিল্পী বিমল চন্দ ও রুনা তালুকদার এর।
গীতিকার বিমল করের লেখা এবং পল্লব ভট্টাচার্যের সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন অরবিন্দু পাল।
মিউজিক ভিডিও সম্বলিত গানটিতে নৃত্য শিল্পী হিসেবে রয়েছেন অনুপমা সাহা এবং রুমী এবং মডেলে রয়েছেন বর্ণ বীর ও রাই তালুকদার।
দুগ্গা ঠাকুর মা দুগ্গা ঠাকুর…… এই গানটি বিমল চন্দ ও রুনা তালুকদারের যৌথ পরিবেশনায় গাওয়া একটি মৌলিক গান।
গানটি মুক্তি পেয়েছে বিমল চন্দের BARNA STUDIO নামক ইউটিউব চ্যানেলে।
বিমল চন্দ জানান,সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় ও মন্দিরে গানটির ভিডিও রেকর্ড করা হয়।
গানটি প্রসঙ্গে সঙ্গীতশিল্পী বিমল চন্দ আরোও বলেন, আমি খুবই এক্সসাইটেড একারনে যে, এটাই আমার গাওয়া ইউটিউবে মুক্তি পাওয়া প্রথম কোন পূজার গান। আমার জন্য এটি অনেক বড় একটি প্রাপ্তি। “দূগ্গা ঠাকুর মা দূগ্গা ঠাকুর” গানটি দুর্গা পূজার আনন্দ অনেকটাই বাড়িয়ে দেবে বলে আমার বিশ্বাস।
উল্লেখ্য, বিমল চন্দ সিলেটের একজন স্থানীয় শিল্পী। এরই মধ্যে তিনি বিভিন্ন অনুষ্ঠান ও ইউটিউব চ্যানেলে গান গেয়েছেন।