1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

দিরাই হাসপাতালে সন্তান প্রসবকারী মায়েরা পাচ্ছেন প্রণোদনা


দিরাই প্রতিনিধি :: “হাসপাতালে সন্তান প্রসব করালে মায়েরা প্রণোদনা পাবেন”। এই শ্লোগানকে সামনে রেখে ইউএনএফপিএ-এর অর্থায়নে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসবে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রকল্পের আওতায় সন্তান প্রসবকারী মায়েদের হাতে প্রণোদনার টাকা তুলে দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জয়ন্ত চক্রবর্তী, দৈনিক মানবজমিন দিরাই উপজেলা প্রতিনিধি মোশাহিদ আহমদ, মিডওয়াইফ শিপ্রা রানী দাস প্রমুখ।

প্রণোদনার টাকা হাতে পেয়ে প্রতিক্রিয়ায় উপজেলার কর্ণগাও গ্রামের গৃহবধূ সুলেখা বিশ্বাস বলেন, আজ সকালে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসি। ডাক্তার ও নার্স আপারা খুব যত্ন সহকারে আমার সন্তান প্রসব করিয়েছেন। এখন আবার প্রণোদনার টাকা দিয়েছেন, এতে আমি খুবই খুশি। একই অনুভূতি ব্যক্ত করেন গত (শুক্রবার) দিরাই হাসপাতালে এসে সন্তান প্রসবকারী আরেক মা শাল্লা উপজেলার পুটকা গ্রামের নিয়তি রানী দাস।

স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, ইউএনএফপিএ’র সহযোগীতায় সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য বিভাগ দিরাইয়ের বাস্তবায়নে মেটারনিটি ওয়েটিং হোম প্রকল্পের আওতায় মা ও শিশু মৃত্যু রোধে স্বাস্থ্য কেন্দ্রে এসে সন্তান প্রসবে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হয়েছে। এ প্রকল্পে স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি সেবা গ্রহন ও নিরাপদ প্রসব নিশ্চিতে স্বাস্থ্য কেন্দ্রে এসে সন্তান প্রসব করালে মায়ের জন্য প্রণোদনা ঘোষনা করেছে ইউএনএফপিএ।

দিরাই উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, ইউএনএফপিএ’র সহযোগীতায় পাইলট প্রকল্প হিসেবে দিরাই উপজেলায় মা ও শিশু মৃত্যু রোধে স্বাস্থ্য কেন্দ্রে এসে সন্তান প্রসবে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১০ বছরের বেশী বিবাহিত জীবন এমন নারী, বয়স্ক মহিলা কিংবা জরায়ুর সমস্যাজনিত যে কোনো রোগীকে ফ্রি জরায়ু মুখের পরীক্ষা করা হচ্ছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet