
নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
দিরাই প্রতিনিধি :: দিরাই পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী, দিরাই পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল ইসলাম সফিক নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার তিনি পৌর সদরের ৬ নং ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ শেষে রাতে ওয়ার্ডের মজলিসপুর গ্রামে উঠান বৈঠকে মিলিত হন। গণসংযোগ ও উঠান বৈঠকে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ২৮ তারিখের নির্বাচনে তাঁর হেলমেট প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।
উঠান বৈঠকে গ্রামের বারীন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে ও বকুল চন্দ্র দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সফিকুল ইসলাম সফিক। বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, বকুল মাস্টার, পুজন রায়, হরকুমার দাস, মানবেন্দ্র সরকার, অবিনাশ দাস, পরেশ দাস, মন্টু রঞ্জন দাস, বকুল রায়, সিজিল মিয়া, মোশাহিদ মিয়া, কনক দাস, শানিনুর মিয়া প্রমুখ।