
নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
দিরাই প্রতিনিধি :: দিরাই পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী, দিরাই পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল ইসলাম সফিক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর সদরের ২ নং ওয়ার্ডের লামাহাটি গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে রাম চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সফিকুল ইসলাম সফিক। বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, মোশাহিদ মিয়া, আব্দুল আউয়াল, রানু দাস, মোমেন আহমদ মুবিন, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, অর্জুন পাল প্রমুখ। সভায়, আগামী ২৮ ডিসেম্বর পৌর নির্বাচনে হেলমেট প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের আহবান জানান মেয়র প্রার্থী সফিকুল ইসলাম সফিক।