1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ৪ মে, ২০২১

দিরাই উপজেলা অনলাইন পাবলিক গ্রুপের উদ্দ্যােগে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জ দিরাই, দিরাই উপজেলা অনলাইন পাবলিক গ্রুপের ইফতার আয়োজন করে। (৪ই-মে রোজ মঙ্গলবার),
পরে বিকাল ৪টা সময়।
দিরাই বাজারে বিভিন্ন জায়গায় অসহায় হতদরিদ্র, দিনমজুর, পথচারী, ও রিক্সাসা চালকদের মাঝে,
ইফতার সামগ্রী বিতরণ করে।
দিরাই উপজেলা অনলাইন পাবলিক গ্রুপের সদস্যরা।
ইফতার সামগ্রী বিতরণের শেষে,
মেহেদী হাসান বলেন।

দিরাই উপজেলা অনলাইন পাবলিক গ্রুপের সকল উপদেষ্টা ও সদস্যদের ভাইদের নেক হায়াত দান করুন।
দেশ বিদেশে অবস্থানরত যে যেখানে আছেন। অাল্লাহ্ সবাইকে যেনও সুস্থ অবস্থা সব সময় রাখেন। ও হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন দোয়া কামনা করি।

এ সময় উপস্হিত ছিলেন।
সংগঠনের পরিচালক, মেহেদী হাসান চৌধুরী, হাম্মাদ বিন আউয়াল,সরিফুল ইসলাম, নাজমুল জয়, আজহার প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet