নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে এক যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে সাড়ে ৩ শতাধিক এতিম শিক্ষার্থীদের মধ্যে একদিনের (তিনবেলা) খাবার বিতরণ করা হয়েছে।
এতিম-অসহায় মেয়েদের জন্য বাংলাদেশের একমাত্র আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ফিমেইল একাডেমীর শিক্ষার্থীদের মধ্যে ওই খাবার বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে দিরাই পৌর এলাকার চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী মাসুক আহমদ সরদারের পক্ষ থেকে বাংলাদেশ ফিমেইল একাডেমি কর্তৃপক্ষের নিকট শিক্ষার্থীদের একদিনের খাবারের ব্যয়ের টাকা তুলে দেয়া হয়।