নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে ‘সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে’।
শনিবার (১২ডিসেম্বর) উপজেলা যুব উন্নয়ন অফিস কক্ষে অধিদপ্তরের আয়োজনে শনিবার দিনব্যাপি এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহানুর আলমের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরীফুল আলম, দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা মো. জহির রায়হান প্রমুখ।
প্রশিক্ষণে স্বরালি তোপা যুব উন্নয়ন ক্লাব, কামালপুর যুব সংস্থা, নোয়াগাঁও একতা যুব উন্নয়ন ক্লাব, সমমনা যুব সংঘ, ভাটিবাংলা যুব কল্যাণ সংস্থা ও কর্ণগাঁও যুব সমিতির মোট ৪২ জন সদস্য অংশ নেন।