
নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ৭ মে, ২০২১
দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মধুরাপুর হাওরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত আপন দুই ভাই ফখরুল ও ফজলুর পরিবার কে রেজাউল করিম চৌধুরী মুশাহিদ মিয়া র সার্বিক প্রচেষ্টায় সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি নিউজার্সি যুক্তরাষ্ট্র ও নিউজার্সি বাঙালি কমিউনিটি ও বন্ধু মহলের কাছ থেকে তাদের পরিবারের কাছে নগদ ১,৯২,৩৯২ টাকা প্রদান করা হয়, ইতিপূর্বে সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতির মাধ্যমে উর্দন পুরের নিঃস্ব ফজির ইসলাম কে ১,০০০০০ টাকায় একটি ট্রলি অনুদান দেন।
নিহত দুই সহোদর ফখরুল ও ফজলু র অসহায় পরিবার এর পাশে দাঁড়ানোর জন্য সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি নিউজার্সি যুক্তরাষ্ট্রের সভাপতি ও সেক্রেটারি ও বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দ কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এলাকা বাসী। এ সময় উপস্হিত ছিলেন ভাটিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান কাজী, মাহমুদুল হাসান সিরাজ চৌধুরী, পাখি মিয়া চৌধুরী, সুরমা স্কুল এন্ড কলেজ প্রভাষক মোস্তাহাব মিয়া মোস্তাক, মহিবুবর রহমান, সৈয়দ সুজন আহমদ, রুহুল আমিন, তৌফিক নুর চৌধুরী প্রমুখ।