1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

দিরাইয়ে নায়লা বেগম স্মৃতি গণ-পাঠাগারের চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী সম্পন্ন


দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জ দিরাইয়ের নায়লা বেগম স্মৃতি গণ পাঠাগারের মেধা বিকাশ চিত্রাঙ্কন প্রতিযোগীতা আয়োজন করেন। (২৪সেপ্টেম্বর শুক্রবার) দিরাই পৌর শহরে হারানপুরে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। মেধা বৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগীতা অংশ গ্রহণ করেন।
দিরাই উচ্চ বিদ্যালয়, দিরাই সরকারী বালিকা বিদ্যালয় এবং প্রবাসী উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
বিকাল চারটায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
মেধা বিকাশ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন দেবেশ দাস দীপ্ত, (দিরাই উচ্চ বিদ্যালয়)
২য় স্থান অর্জন করেছেন, রাজন দাস, দিরাই উচ্চ বিদ্যালয়। এবং ৩য় স্থান অর্জন করেন আবৃত্তি আর্যশ্রী, দিরাই সরকারি বালিকা বিদ্যালয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপেশ চন্দ্র দাস অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক, মুজিবুর রহমান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, বিপেন চন্দ্র দাস, প্রাথমিক শিক্ষক, সুবীর চন্দ্র দাস, তরুন সমাজসেবক, জাহেদ মিয়া, তরুন সমাজসেবক, দিদার রহমান,প্রমুখ,
সমন্বয়ক অত্র পাঠাগার এবং মোঃ ফারহানুল হক, প্রতিষ্ঠাতা অত্র পাঠাগার। অতিথিরা উপস্থিত ছাত্র ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশে দিক নির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet