1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

দিরাইয়ে ডিজিটাল মার্কেটিংয়ের এক নতুন ধারা okaypia.com এর শুভ উদ্বোধন


বিশেষ প্রতিনিধিঃ সময়ের সাথে পাল্লা দিয়ে অনলাইন মার্কেটিং ব্যবস্থা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বড় শহরগুলোর পর বর্তমানে মফস্বল এলাকায়ও অনেকেই অনলাইন শপ সুনামের সাথে পরিচালনা করছেন। এতে বেকারদের কর্মসংস্থানের পাশাপাশি হোম সার্ভিসের সুবিধা পাচ্ছেন ক্রেতা।
আজ শুক্রবার (১ ডিসেম্বর) নতুন বছরের প্রথম দিনে সুনামগঞ্জের দিরাইয়ে অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের এক নতুন ধারা okaypia.com এর শুভ উদ্বোধন হয়েছে।
বেলা ৩ ঘটিকায় পৌরসদরের উপজেলা রোডের বিহা কম্পিউটার প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনে অনলাইন শপ ওকেপ্রিয়া ডটকম এর অফিস শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন পুর্ব মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা এনামুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিরাই পৌরসভার সাবেক কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিয়াউর রহমান লিটন, দৈনিক মানবজমিন দিরাই উপজেলা প্রতিনিধি মোশাহিদ আহমদ, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি জাকারিয়া হোসেন জুসেফ, সিলেট ভিউ প্রতিনিধি হিল্লোল পুরকায়স্থ, নিউজ পোর্টাল সত্য প্রবাহ ডটকমের সম্পাদক রুকনুজ্জামান জুহুরী প্রমুখ।
ওকেপিয়া ডটকম ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আল-আমিন বলেন, দিরাইয়ে অনলাইন শপের জগতে নতুনত্ব নিয়ে এসেছে ওকেপিয়া ডটকম। ক্রেতারা ১ হাজার টাকার প্যাকেজ ক্রয় করে ওকেপিয়ার সদস্যপদ নিতে পারবেন। কোন সদস্য মাসে সর্বনিম্ন ৩ হাজার টাকার পণ্য ক্রয় করলে পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট। এছাড়া ওকেপিয়া পৌর এলাকায় প্রতিদিন ও উপজেলা পর্যায়ে সপ্তাহে দুইদিন হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে। সব ধরনের পণ্য সুলভ মুল্যে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে ওকেপিয়া অঙ্গীকারবদ্ধ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet