নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় বাসের চালকের সহকারীকে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় লামাকাজী থেকে দিরাই যাওয়ার পথে সুজানগর গ্রামের কাছে ওই ঘটনা ঘটে।
পরে রোববার (২৭ ডিসেম্বর) ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে দিরাই থানায় মামলা করেন। শনিবার সন্ধ্যায় ওই কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে বাসের চালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে। এ সময় রক্ষা পেতে ওই কিশোরী বাস থেকে লাফিয়ে রাস্তার পাশে পড়ে গেলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে।
আহত ওই কিশোরী দিরাই পৌর শহরের বাসিন্দা। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। বাসে আর কোন যাত্রী না থাকায় ওই কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বাসের ড্রাইভার ও হেল্পার। আত্মরক্ষায় বাস দিয়ে আহত হন ওই কলেজছাত্রী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে ভর্তি করেন।