নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
দিরাই প্রতিনিধি :: আসন্ন দিরাই পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, দিরাই পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব আহমেদ চৌধুরী কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
ভোটারের মন জয়ে নির্বাচনে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ৮নং ওয়ার্ডে দিনব্যাপি শহরের বাজার এলাকায় গণসংযোগ শেষে রাতে গ্রামে পাড়ায়, মহল্লায়, নির্বাচনী উঠান বৈঠকে মিলিত হচ্ছেন তিনি।
সুয়েব আহমেদ চৌধুরী ডালিম
প্রতীকের সমর্থনে পৃথক উঠান বৈঠক করেন। এসব বৈঠকে ওয়ার্ড বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, দিরাই পৌরসভা একটি দ্বিতীয় শ্রেণির পৌরসভা হলেও এখানে নাগরিক সুবিধা নেই। শহরের অনেক রাস্তাঘাটের বেহাল দশা। বিশুদ্ধ পানির সংকট, ড্রেনেজ ব্যবস্থা অনুন্নত।সুয়েব আহমেদ চৌধুরী বলেন, আমি সততার মধ্যে থেকে মানুষের সেবা করতে চাই। আপনারা আমাকে কাউন্সিলর নির্বাচিত করলে। দিরাই পৌরসভা ৮নং ওয়ার্ড একটি মডেল ওয়ার্ড সুন্দর পরিবেশ রুপান্তর করবো। এজন্য ২৮ ডিসেম্বর ডালিম প্রতীকে ভোট প্রদানের জন্য পৌরবাসীর ৮নং ওয়ার্ডের গ্রামের পাড়ায়, মহল্লায় ছোট বড় সবার কাছে দোয়া ও ভোট চাইলেন তিনি।