1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৮ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

দিরাইয়ে এম কে যুব ও সমাজসেবা ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন


দিরাই প্রতিনিধিঃ দিনটি আজ বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। সুনামগঞ্জ দিরাই উপজেলা এম কে যু্ব ও সমাজসেবা ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলী নিবেদন জানান সংগঠনের সদস্যবৃন্দ।

ভাষার লড়াইটা হয়েছিল ঢাকাতে— কিন্তু সেই লড়াইয়ের বিস্তৃতি আজ গোটা বিশ্বে। মাতৃভাষা উচ্চারণ করতে চাওয়া প্রতিটি মানুষের নিরন্তর যে লড়াই— তাতে সে দিন পাকিস্তানিদের বুলেটে হত রফিক, সালাম, জব্বার, বরকতেরা আজ বিশ্বের প্রতিটি মানুষের কাছে তাঁদের ভাষার জন্য লড়াইয়ের শহিদ। ১৯৫২-র সেই জীবনদান বৃথা যায়নি। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি..মাতৃভাষার জন্য রুখে দাঁড়ানোর সেই দিনটি ছিল ১৯৫২-র ২১ফেব্রুয়ারি।

এদিকে দিরাইয়ে সামাজিক সংগঠনের পক্ষ থেকে
শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান।
এ সময় উপস্হিত ছিলেন
এম কে যুব ও সমাজসেবা ফাউন্ডেশন। সভাপতি মোস্তাহাব মিয়া মোস্তাক, আমজাদ সরদার, উজ্জল মিয়া, মারজান আহমেদ দিপু, ইজাজুর রহমান ফাহিম, লিমন আহমেদ,ফাহিম খান, রাবেল মিয়া, সুহেব মালেক,প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet