1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ৫ এপ্রিল, ২০২১

দিরাইয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে আট ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায়


দিরাই প্রতিনিধি:: সুনামগঞ্জ দিরাই পৌরশহরে সরকার ঘোষিত লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা ও অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে আট ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ১২ টায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন মোট ১৮ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় করেন। ব্যবসা প্রতিষ্ঠান হল, সেন মার্কেটস্থ আর কে এন্টারপ্রাইজ, থানা রোডস্থ শুভ ইলেকট্রনিক্স, সানজিদা ইলেকট্রনিক্স, পাপড়ি আয়না ঘর কাজল মিয়ার কাপড়ের দোকান, মধ্য বাজারের হাজী নুর মিয়া এন্টারপ্রাইজ, সোনালী এন্টারপ্রাইজ, ,বাস ষ্টেশনের সজিব স্টোর। এছাড়া মটর সাইকেল আরোহী একজনকে ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।একই সময়ে দিরাই থানা প্রশাসনের উদ্দ্যোগে পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ ও সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন পালনে ব্যবসায়ি ও জনসাধারণকে নির্দেশনামূলক মাইকিং করা হয়। ভ্রাম্যমান আদালতের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো: আবু সুফিয়ান, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন দিরাই বাজার মহাজন সমিতির নেতৃবৃন্দের সাথে লকডাউন মেনে চলার বিষয়ে আলাদা বৈঠক করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet