
নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ অদ্য ১৩/০২/২০২১খ্রি: তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ জনাব মো: মনিরুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নি:)/মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম এবং সঙ্গীয় অফিসার ও র্ফোসসহ রাত অনুমান ০০.৩৫ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরস্থ সিলেট-ঢাকা মহাসড়কের বাম পার্শ্বে ইসলামী ব্যাংক লি: এর বিপরীত পাশে পাকা রাস্তার উপর পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন ব্যক্তি তাহার সাথে থাকা কয়েকটি বস্তা রাস্তার পাশে ফেলিয়া দৌড়ে পলানোর চেষ্টাকালে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাহার সাথে থাকা প্লাস্টিকের বস্তার ভিতরে কি কি মালামাল আছে জানতে চাইলে, সে কোন সন্তোসজনক জবাব দিতে না পারায় সন্দেহ হইলে, উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে (ক) ০১টি (এক) পুরাতন প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ০৮টি কাগজের কার্টুনে (৮×১৫)=১২০ বোতল WOODWARD’S 130ML GRIPE WATER যাহার কার্টুনের গায়ে manufactured in india, south india research institute pvt. Ltd লিখা আছে। (খ) ০১টি (এক) পুরাতন প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত খোলা অবস্থায় ১২০ বোতল WOODWARD’S 130ML GRIPE WATER যাহা সাদা এবং ছাই কালারের মোড়কে মোড়ানো, (গ) ০১টি (এক) পুরাতন প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত খোলা অবস্থায় ৫০ (পঞ্চাশ) বোতল WOODWARD’S 130ML GRIPE WATER যাহা সাদা এবং ছাই কালারের মোড়কে মোড়ানো, সর্বমোট-(১২০+১২০+৫০)=২৯০ (দুইশত নব্বই) বোতল, WOODWARD’S 130ML GRIPE WATER যাহার মূল্য অনুমান-(২৯০×৮০)=২৩,২০০/-টাকা উদ্ধার পূর্বক ১৩/০২/২০২১খ্রি: তারিখ রাত ০০.৫০ ঘটিকার সময় জব্দ করা হয়। এই সংক্রান্তে আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৯, তারিখ-১৩/০২/২০২১খ্রি:, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি রুজু করা হয়।