নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
নিউজ পয়েন্ট চিফ রিপোর্টার, সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ র্যাব-৯, সিলেট এর এসআই (নিঃ)/মোঃ বাহার উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬/১২/২০২০খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকায় সিলেট দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্ত্বর আপন রেস্তোরা ও ইউনিক বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করিয়া মানব পাচারে জড়িত পাচারকারী ১। মোঃ ছাদেক (২৫), পিতাঃ হামিদ হোসাইন, সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৪, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ২। সেলিম আহমদ (৩০), পিতা- মৃত রিয়াজ উদ্দিন, সাং-ডোনা রাতাছড়া, থানা-কানাইঘাট, জেলা-সিলেট’দ্বয়কে রোহিঙ্গা ভিকটিম ১। আব্দুর রহমান (৩০), পিতাঃ মোঃ ছবির আহমেদ ২। মোঃ সিরাজ (২০) পিতা-সৈয়দ করিম, ৩। সৈয়দ নুর (১৮) পিতা-নুর বাশার, ৪। যোবায়ের আহমেদ সৈয়দ (২০) পিতা-করিব আহমদ ৫। জহুরা বেগম (৩০) স্বামী-মোঃ কবির ৬। মোঃ ইদ্রিছ (১২) ৭। মোঃ জুনাইদ (১০) ৮। ইফনুছ (০৮) ৯। মোঃ মোস্তফা (০৪) সর্ব পিতা মোঃ কবির, ১০। নুর আয়শা বেগম (৩৫) স্বামী-আব্দুর রহমান, ১১। মফিজুর রহমান (১১), ১২। সৈয়দুর রহমান (০৯), ১৩। আজিজুর রহমান (০৪) সর্ব-পিতা আব্দুর রহমান, ১৪। খোশনামা বেগম (১৮) পিতা-সৈয়দ করিম সর্ব সাং-রোহিঙ্গা ক্যাম্প, সর্ব থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’দেরকে ভারতে পাচারকালে আটক করেন।
এসআই (নিঃ)/মোঃ বাহার উদ্দিন ধৃত আসামী ও উদ্ধারকৃত ১৪ (চৌদ্দ) জন রোহিঙ্গা সহ থানায় আসিয়া এজাহার দায়ের করিলে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৫ তাং- ০৬/১২/২০২০খ্রিঃ ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬ (২)/৭/৮(২) রুজু করা হয়।
ধৃত আসামী’দ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হলে তাহাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। উদ্ধারকৃত ভিকটিমদের মধ্যে প্রাপ্ত বয়স্ক ০৭ জন রোহিঙ্গা ভিকটিম বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করিয়াছেন। রোহিঙ্গা ভিকটিমদের কক্সবাজারস্থ স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়।
বিজ্ঞ আদালতের আদেশক্রমে উদ্ধারকৃত রোহিঙ্গা ভিকটিমদেরকে কক্সবাজার জেলাধীন টেকনাফ/উখিয়া স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্পে বুঝাইয়া দেওয়ার জন্য পুলিশ স্কটের মাধ্যমে কক্সবাজারের উদ্দেশ্যে ০৭/১২/২০২০খ্রিঃ রাত ০৮:২০ ঘটিকায় রওয়ানা দেওয়া হয়েছে।